শনিবার, ০৪ মে ২০২৪, ০৬:০৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

রাজকোট পৌঁছার আগেই দিল্লির পরাজয় ‘ভুলে গেছে’ ভারত

রাজকোট পৌঁছার আগেই দিল্লির পরাজয় ‘ভুলে গেছে’ ভারত

ঘরের মাঠে যেকোনো প্রতিপক্ষের বিরুদ্ধে, যেকোনো দিনে চোখ বুজে ফেবারিটের তকমা থাকে ভারতীয় ক্রিকেট দলের গায়েই। ব্যতিক্রম ছিলো না রোববার বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও। তবে ফেবারিটের তকমা নিয়ে জয় অবশ্য পায়নি ভারত। মুশফিকুর রহীম, আমিনুল বিপ্লব, আফিফ ধ্রুব, সৌম্য সরকারদের নৈপুণ্যে স্বাগতিকদের পরাজয়ের হতাশা উপহার দিয়েছে টাইগাররা।

এক ম্যাচের পরাজয়েই সব শেষ হয়ে যায়নি ভারতীয় ক্রিকেট দলের। এমনকি দিল্লির সেই পরাজয় মনেও রাখেনি দলের ক্রিকেটাররা। তাদের মূল লক্ষ্য এখন বাকি দুই ম্যাচ সিরিজ নিজেদের করে নেয়া। সে লক্ষ্যেই সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে এখন রাজকোটে অবস্থান করছে দুই দল।

রাজকোটে প্রথম দিনের অনুশীলনের ফাঁকে সংবাদ সম্মেলনে এসে ভারতীয় ক্রিকেট দলের লেগ স্পিনার ইয়ুজভেন্দ্র চাহাল জানিয়ে গেছেন, প্রথম ম্যাচের পরাজয়টি তারা রেখে এসেছেন দিল্লিতেই। নতুন করে শুরু করতে চান রাজকোটে। আর সেই বিশ্বাস ও সামর্থ্য তাদের রয়েছে বলেই জোর গলায় জানিয়ে দেন চাহাল।

তিনি বলেন, ‘আমরা ইতিবাচক আছি। এমন নয় যে প্রথম ম্যাচ হারার পরে কোনো সিরিজ জিতিনি আমরা। একটি ম্যাচ গিয়েছে। এখন সেই ম্যাচ নিয়ে ভাবলে নেতিবাচকতা ঘুরবে মাথায়। তাই এখানে (রাজকোট) আসার আগেই আমরা প্রথম ম্যাচের পরাজয়টি ভুলে গেছি এবং নতুন শুরুর আশায় আছি। পুরো স্কোয়াডের সবার মনোযোগ এখন এক দিকেই। আশা করছি আমরা (দ্বিতীয় ম্যাচে) জিতবো।’

প্রথম ম্যাচে হারলেও, টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে কোনো চাপ প্রয়োগ করা হচ্ছে না জানান চাহাল। স্কোয়াডের সবাই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে অবগত আছে এবং প্রথম ম্যাচের ভুলগুলো শোধরানোর মিশনে আছেন বলে মন্তব্য করেন তিনি।

চাহাল বলেন, ‘যেই ১১ জন খেলছি এবং যারা আছে ১৫ সদস্যের স্কোয়াডে, সবাই নিজেদের দায়িত্ব সম্পর্কে জানে। এমন না যে কাউকে এক-দুই ম্যাচ খেলার পরই বাদ দিয়ে দেয়া হবে। দুই-এক ম্যাচ খারাপ যেতেই পারে। তবে টিম ম্যানেজম্যান্টের পক্ষ থেকে কোনো চাপ নেই। একটা বিষয় হলো যে, প্রথম ম্যাচের ভুলগুলো আর কোনো ম্যাচেই করা যাবে না।’


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD