শনিবার, ০৪ মে ২০২৪, ০৯:০৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ওমানে কঠিন পরীক্ষার আগে ইতিবাচক বাংলাদেশ

ওমানে কঠিন পরীক্ষার আগে ইতিবাচক বাংলাদেশ

বিশ্বকাপ বাছাই পর্বে আরেকটি কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে বাংলাদেশ। আগামী বৃহস্পতিবার শক্তিশালী ওমানের মুখোমুখি হবে তারা। মাসকটে স্বাগতিকদের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে কঠোর অনুশীলন করছেন জামাল ভূঁইয়ারা। সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ভালো ফল পাওয়ার লক্ষ্য তাদের।

ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচে বাংলাদেশ এগিয়ে গিয়েও ড্র করে। দলের একমাত্র গোলদাতা সাদ উদ্দিন আরও একবার গোল উদযাপন করতে মরিয়া। মঙ্গলবার অনুশীলনের এক ফাঁকে সংবাদ মাধ্যমকে তিনি বলেছেন, ‘এখানে আগেভাগে আসার কারণে আবহাওয়ার সঙ্গে ভালোভাবে মানিয়ে নিয়েছি। সবাই ফিট আছে। আশা করছি এই ম্যাচেও ইতিবাচক একটা ফল পাবো। এই ম্যাচেও গোল করার চেষ্টা থাকবে। শুধু আমি না, পুরো দলই চেষ্টা করবে সেরাটা দিতে।’

প্রতিপক্ষের শক্তি সম্পর্কে জানে বাংলাদেশ। দুর্বলতাও খুঁজে বের করছে। বাংলাদেশের গোলকিপার আশরাফুল ইসলাম রানা বলেছেন, ‘ওমান আর বাংলাদেশের আবহাওয়া এখন প্রায় একই রকম। আবহাওয়া আমাদের জন্য কোনও সমস্যা হবে না। তবে ওমান আমাদের চেয়ে অনেক শক্তিশালী দল। তাদের সম্পর্কে কোচ আমাদের ধারণা দিয়েছেন। তাদের শক্তি ও দুর্বলতা নিয়ে কাজ করছি আমরা। আমাদের দুর্বলতাগুলো নিয়েও আমরা কাজ করছি। ওমানের শেষ কয়েকটা ম্যাচ দেখেছি। কাতার আর ওমানের খেলার ধরন প্রায় একই রকম।’

‘ই’ গ্রুপে তিন ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ওমানের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের প্রত্যাশা রানার, ‘ওদের মাঠ আর কন্ডিশনে খেলা। ওরা শক্তিশালী। আধিপত্য বিস্তার করতে চাইবে তারা। আমরাও ৯০ মিনিট শতভাগ মনসংযোগ দিয়ে খেলতে চাই, যেন ভালো কিছু করতে পারি। যদি কোচের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারি, তাহলে ওমানের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। আগের ম্যাচগুলোর ভুলগুলো এবার যেন না হয়, সেই চেষ্টা থাকবে।’


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD