শনিবার, ০৪ মে ২০২৪, ০১:৪৬ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

দলের সঙ্গে না থেকেও আছেন সাকিব

দলের সঙ্গে না থেকেও আছেন সাকিব

ভারতের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে আগামী ১৪ নভেম্বর মাঠে নামবে বাংলাদেশ। ভারত সিরিজে নেই সাকিব আল হাসান। আইসিসির নিষেধাজ্ঞায় ভারতের বিপক্ষে টিম বাংলাদেশ পাচ্ছে না বিশ্ব সেরা এই অলরাউন্ডারকে। তবে, দলের সঙ্গে না থাকলেও সতীর্থদের মাঝেই থাকছেন সাকিব।

মঙ্গলবার (১২ নভেম্বর) সাকিবের প্রসঙ্গে কথা উঠতেই গণমাধ্যমে মিডলঅর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন জানিয়ে দিলেন, দলের সঙ্গে না থাকলেও সাকিব আছেন। সাকিবের শূন্যস্থান পূরণে সতীর্থরা নিজেদের সেরাটা বিলিয়ে দেবেন বলেও জানালেন মিঠুন।

ভারতের মাটিতে যেকোনো দলের জন্যই টেস্ট ম্যাচ কঠিন এক চ্যালেঞ্জ। কঠিন হতে যাওয়া এই সিরিজে সাকিবের পাশাপাশি নেই তামিম ইকবাল। সাকিবের জায়গায় একজন অতিরিক্ত বোলার এবং ব্যাটসম্যান লাগবে সফরকারীদের। মুশফিক-রিয়াদের পাশাপাশি দলের ব্যাটিং হাল ধরার দায়িত্ব থাকবে মিঠুনের ওপর।

মিঠুন জানান, ‘সাকিব ভাইয়ের আসলে কোনো বিকল্প হয় না। তার পজিশনে ব্যাটসম্যান কিংবা বোলার নেই। সাকিব ভাইকে আমরা মিস করব। কোনো সন্দেহ নেই তিনি এখানে থাকলে আমাদের নেতৃত্ব দিতেন।’

সাকিব না থাকলেও মানসিকতা ইতিবাচকই রাখছেন মিঠুন, ‘যেহেতু সাকিব ভাই নেই, সেহেতু এটা নিয়ে আমাদের পড়ে থাকলে চলবে না। আমরা ইতিবাচক মানসিকতা নিয়ে এগুবো। দলের সেরা খেলোয়াড়টিকে ছাড়াই আমাদের কী করে পথ বের করে নিতে হবে সেদিকে পূর্ণ মনোযোগ আছে।’

আগামী ১৪ নভেম্বর ইন্দোরে হবে ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্ট। আর ২২ নভেম্বর কলকাতায় অনুষ্ঠিত হবে ঐতিহাসিক দিবা-রাত্রির দ্বিতীয় ও শেষ টেস্ট।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD