শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:২৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বন্যার পানিতে তলিয়ে গেছে ভেনিস

বন্যার পানিতে তলিয়ে গেছে ভেনিস

বন্যার পানিতে ডুবে গেছে ইতালির ভেনিস শহরের অধিকাংশ স্থান। শহরটির মেয়রের অভিযোগ, জলবায়ু পরিবর্তনের সরাসরি প্রভাব এটি। মেয়র লুইজি ব্রাগনারো টুইটারে লিখেছেন,পাঁচ দশকের মধ্যে সর্বোচ্চ উচ্চতার জোয়ার ‘একটি স্থায়ী চিহ্ন রেখে যাবে।’ তিনি লিখেছেন, ‘সরকারের এখন অবশ্যই শোনা উচিৎ। এগুলো জলবায়ু পরিবর্তনের প্রভাব…এর মূল্য অনেক চড়া হবে।’

জোয়ার পর্যবেক্ষণ কেন্দ্রের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভেনিসে এবার পানি সর্বোচ্চ ৬ ফুট (১ দশমিক ৮৭ মিটার) উচ্চতায় উঠেছিল। ১৯২৩ সাল থেকে রেকর্ড শুরু হওয়ার পর ১৯৬৬ সালে শহরটিতে জোয়ারের পানির উচ্চতা হয়েছিল এক দশমিক ৯৪ মিটার। ছবিতে দেখা গেছে, ভেনিসের জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলো পানিতে তলিয়ে গেছে। লক্ষ্য করা গেছে। ঝড়ের কবলে পড়া লোকজনকে বিভিন্ন রাস্তায় আশ্রয় নিতে দেখা গেছে।

শহর নিম্মাঞ্চল সেন্ট মার্কসের চৌরাস্তার পরিস্থিতি সবচেয়ে বাজে। গত ১,২০০ বছরের মধ্যে এখানকার ব্যাসিলিকা ছয় বার বন্যার পানিতে ডুবেছে বলে গির্জার রেকর্ডে দেখা গেছে।

বন্যায় পেলাস্ট্রাইন দ্বীপে দুজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নিজের বাড়ির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন।

মেয়র লুইজি ব্রাগনারো জানিয়েছেন, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জাতীয় বিপর্যয় ঘোষণা করতে পারেন।

তিনি বলেন, ‘পরিস্থিতি নাটকীয়। আমরা সরকারকে সহায়তার অনুরোধ জানিয়েছি।’ পানি কমে যাওয়ার আগ পর্যন্ত সব স্কুল বন্ধ থাকবে বলেও জানিয়েছেন তিনি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD