বুধবার, ১৫ মে ২০২৪, ০৩:১৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

মাঝ আকাশে ১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে বাঁচাল পাকিস্তান

মাঝ আকাশে ১৫০ যাত্রীসহ ভারতীয় বিমানকে বাঁচাল পাকিস্তান

কাশ্মীর ইস্যুতে ভারত এবং পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ উত্তেজনা বিরাজ করছে। কিন্তু এমন পরিস্থিতিতেও পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহায়তায় ভারতীয় একটি বিমানের ১৫০ জন আরোহী প্রাণে বেঁচে গেছেন।

বৃহস্পতিবার ভারতের জয়পুর থেকে ওমানের রাজধানী মাসকাটের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি যাত্রাবাহী বিমান। সে সময় জরুরি মুহূর্তে ওই বিমানটিকে সাহায্য করেছে পাকিস্তানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

বিমানটি করাচির ওপর দিয়ে যাচ্ছিল। সে সময় বজ্রপাত হচ্ছিল। এ কারণে বিমানটি ৩৬ হাজার ফুট উচ্চতা থেকে ৩৪ হাজার ফুট উচ্চতায় নেমে আসে। সঙ্গে সঙ্গেই বিমানের পাইলট কাছাকাছি বিমানবন্দরে জরুরি বিপদ সংকেত পাঠায়।

ওই বিপদ সংকেত পেয়ে সাথে সাথেই সাড়া দেয় ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এরপর পাইলটকে পাকিস্তানের আকাশসীমা দিয়ে বাকি পথ পাড়ি দেয়ার নির্দেশ দেয়া হয়। ফলে বিমানটি ১৫০ যাত্রী নিয়ে নিরাপদেই যাত্রা শেষ করতে পেরেছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD