বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ১০:৫৯ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

অবশেষে সিনেমায় ফারজানা চুমকি

অবশেষে সিনেমায় ফারজানা চুমকি

অভিনেত্রী ফারজানা চুমকি অভিনয় জীবনের দীর্ঘ দুই দশকের পথচলায় অবশেষে সিনেমায় কাজ করছেন । গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘পাপ পুণ্য’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হচ্ছে তার। এরইমধ্যে চাঁদপুরে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। আগামি ১০ সেপ্টেম্বর পর্যন্ত চুমকি এই সিনেমার কাজ নিয়েই ব্যস্ত থাকবেন বলে জানান এই অভিনেত্রী। সিনেমাটিতে তিনি চঞ্চল চৌধুরীর স্ত্রীর ভূমিকায় অভিনয় করছেন। প্রথমবারের মতো সিনেমাতে অভিনয় প্রসঙ্গে ফারজানা চুমকি বলেন, ‘প্রথম সিনেমা হিসেবে কাজ করে আমি ভীষণ সন্তুষ্ট। কারণ একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে সেলিম ভাইয়ের এবং তার সিনেমার গ্রহণযোগ্যতা আছে দর্শকের কাছে, সেটা প্রমাণিত। প্রমাণিত মনপুরা ও স্বপ্নজাল সিনেমা দিয়ে। খুব ভালোভাবে আমরা সবাই একটি পরিবারের মতোই কাজ করছি। অবশ্য এর আগে আমার অভিনয় জীবনের শুরুতে আমি সিনেমাতে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তখন সত্যিকার অর্থে সিনেমার সার্বিক পরিস্থিতি ভালো ছিল না। তাই কাজ করা হয়ে উঠেনি। কিন্তু অবশেষে অনেকদিন পরে হলেও একটি ভালো গল্পের এবং সেলিম ভাইয়ের মতো গুণী একজন পরিচালকের সিনেমাতে আমার অভিষেক হলো। এটা অনেক ভালো লাগারও বিষয়। দীর্ঘদিন আগে সেলিমের নির্দেশনায় ‘এনেছি সূর্যের হাসি’ নাটকে অভিনয় করেছিলেন ফারজানা চুমকি। এরপর তার নির্দেশনায় আর কাজ কোনো কাজ করেননি চুমকি। চুমকি বলেন, ‘আমার বড় বোন নীলু আপার অনুপ্রেরণাতেই মিডিয়াতে আসা। তার কারণেই আমার আজকের ফারজানা চুমকি হয়ে ওঠা। তাই তার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD