শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০২:০২ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি : চিনাকান্দি বিওপির টহল দল শুক্রবার রাতে সীমান্ত পিলার ১২১১/৫-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের উত্তর কাপনা নামক স্থান হতে ৭৮ বোতল ভারতীয় মদ এবং ০৭ বোতল বিয়ার আটক করে, যার মূল্য ১,১৮,৭৫০/- টাকা।
একিদিন মাঠগাঁও বিওপির টহল দল রাতে সীমান্ত পিলার ১২২৪/৭-এস এর নিকট হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দোয়ারাবাজার উপজেলাধীন ৭নং লক্ষীপুর ইউনিয়নের দৌলতপুর নামক স্থান হতে ০৩ কেজি ভারতীয় গাঁজা আটক করে, যার মূল্য ১০,৫০০/- টাকা।
এ বিষয়ে জানতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মো: মাকসুদুল আলম জানান
আটককৃত ভারতীয় মদ, বিয়ার এবং গাঁজা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।