মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৩৩ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

শিক্ষার এক স্বর্গ রাজ্য শহীদ ক্যাডেট একাডেমী

শিক্ষার এক স্বর্গ রাজ্য শহীদ ক্যাডেট একাডেমী

টাঙ্গাইল (উত্তর) প্রতিনিধি: সারাদেশের অলিতে গলিতে ব্যাঙের ছাতার মতো বিভিন্ন নামে বিভিন্ন কোচিং সেন্টার গড়ে উঠলেও টাংগাইলে “শহীদ ক্যাডেট একাডেমী ” শিক্ষা এক স্বর্গ রাজ্যে খ্যাতি ও সুনাম অর্জন করেছেন। বিজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দিয়ে পরিচালিত হচ্ছে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি। অত্যন্ত নিয়মকানুন, সুন্দর ও মনোরম পরিবেশে পরিচালিত হচ্ছে শহীদ ক্যাডেট একাডেমী। সারা দেশেই শহীদ ক্যাডেট একাডেমীর বিজয়ের হাওয়া বইছে। এর মূল অবদানে রয়েছেন বিশিষ্ট শিক্ষাবিধ, চিন্তাবিধ, শিক্ষার জগতে যার অনন্য প্রতিভা রয়েছে সেই মহান ব্যক্তিত্ব প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ। তার নিরলস প্রচেষ্টাই সাফল্যের চাবি। ভর্তিকৃত ছাত্র-ছাত্রীরাও মেধা-তালিকার অন্তর্ভূক্ত হয়ে ঘরে ফিরছে এবং দেশের সেবা করছে। উৎফলিত হচ্ছে তাদের বাবা-মা’র জীবন। জানা যায়, বিগত ৩৪ বছরে যে সাফল্য অর্জন করেছে তা ইতিহাসে বিরল। শিক্ষার মান উন্নয়নের ক্ষেত্রে  ব্যাপক পরিশ্রম করে যাচ্ছেন পরিচালনা পরিষদ এবং শিক্ষক মন্ডলী। সারা দেশেই  বিভিন্ন নামে ওই শিক্ষা প্রতিষ্ঠানটি শাখা প্র-শাখা রয়েছে। ওই গুলির মধ্যেও চূড়ান্ত সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। সেরা ফফল্যের মধ্যে রয়েছে পি,ই,সি অ+১৩১১ জন, জে,এস,সি  অ+৩০১৪ জন, এস,এস,সি অ+১৭৮৫ জন এবং বিভিন্ন ক্যাডেট কলেজে ভর্তি ৩১২৬ জন। সরকারও পাচ্ছে বিধি মোতাবেক নিয়মিত রাজস্ব। গত ২০০৮ সালে সেরা করদাতা হিসেবে শহীদুল আলম শহীদ জাতীয় রাজস্ব বোর্ড টাংগাইল কর্তৃক এওয়ার্ড লাভ করেছেন। বাংলাদেশে তথা টাংগাইলের ছাত্র-ছাত্রীদের অভিভাবক বৃন্দ, শিক্ষিত মহল, জ্ঞানি-গুণী ও সুধীজনসহ সর্ব স্তরের মানুষ শহীদ ক্যাডেট একাডেমীর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD