মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কালিহাতীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল বারেক সরকার

কালিহাতীর বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী আব্দুল বারেক সরকার

টাংগাইল (উত্তর) প্রতিনিধি : টাংগাইলের কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের ভেঙ্গুলা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী ও কৃতিসন্তান আব্দুল বারেক সরকার। রাজনৈতিক অঙ্গনে বড় না হলেও তিনি একজন ছোট খাটো রাজনীতি প্রজ্ঞা। আব্দুল বারেক সরকার ইউনিয়ন কমিনিটি পুলিশ জনতার সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি। জীবনের ঊষা লগ্ন থেকেই তিনি বর্তমান সরকারী দলের সাথে সম্পৃক্ত। সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে তার হাতের ছোঁয়া লেগেই আছে। তিনি টাংগাইল-৪ কালিহাতী আসনের এমপি আলহাজ্ব হাছান ইমাম খান সোহেল হাজারীর একজন বিশ্বস্তঃ এবং কৃতজ্ঞভাজন হিসেবে চিহ্নিত। ইউনিয়নের উন্নয়নমূলক কাজের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ/গম/চাউল দিয়ে উন্নয়নমূলক কাজগুলির তিনি ব্যাপক তদারকী করেছেন যাতে করে কোন প্রকার দূর্নীতি না হয়। তিনি কোন নির্বাচিত জনপ্রতিনিধি না হলেও উন্নয়ন খাতে তার গতিশীল তৎপরতা রয়েছে। সামাজিক ধর্মীয় প্রতিষ্ঠানেও তার ব্যাক্তিগত অর্থ দিয়ে সাহায্য সহযোগীতার অবকাশ রয়েছে। বর্তমানে যারা ক্ষমতায়  আসীন রয়েছেন তাদের নিকট ইউনিয়ন এবং এলাকার সার্বিক উন্নয়ন কামনা করেন আব্দুল বারেক সরকার।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD