মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

নীলফামারীতে সদর উপজেলা সমাজসেবার সচেতনতামূলক সামাজিক নিরাপত্তা বেষ্টনী

নীলফামারীতে সদর উপজেলা সমাজসেবার সচেতনতামূলক সামাজিক নিরাপত্তা বেষ্টনী

নীলফামারী প্রতিনিধি : শনিবার (১৪ই সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় নীলফামারী সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের সচেতনতামূলক সভায়, নিজেদের মোবাইলে যথাসময়ে চলে যাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ভাতাভোগীদের ভাতার টাকার তথ্য। পাশের পে-পয়েন্টে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে ইচ্ছামত টাকা তুলতে ও সঞ্চয় করতেও পারবেন ভাতাভোগীরা এসব তথ্য জানানো হয়।নীলফামারী সদর উপজেলা সমাজ সেবার আয়োজনে লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের হলরুমে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষিচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমানের সভাপতিত্বে, প্রধান অতিথি ছিলেন, নীলফামারী সদর উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ গোলাম রব্বানী।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি মূল বক্তব্যে বলেন ,ভাতাভোগীদের কষ্ট লাঘবে সরকার অনলাইন ব্যাংকিং চালু করতে যাচ্ছে।

আর ব্যাংকের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হবে না এসব ভাতাভোগীদের। নির্দিষ্ট সময়ে নিজের মোবাইলে পৌঁছে যাবে ভাতা উত্তোলনের তথ্য। পাশের পে-পয়েন্টে ইচ্ছামত টাকা তুলতে ও সঞ্চয় করার সুযোগ পাবেন ভাতাভোগী ছিন্নমূল এসব জনগোষ্ঠী।দুর্গম অঞ্চলেও থাকবে পে-পয়েন্টের এজেন্ট। যাতে বাড়ির পাশে সহজভাবে এসব ছিন্নমূল মানুষ ভাতা উত্তোলনের সুযোগ পান।

এজন্য ভাতাভোগীদের তথ্য ডিজিটাল ডিভাইজে সংরক্ষণ করা হচ্ছে। বায়োমেট্রিক পদ্ধতি ব্যবহার করে আঙ্গুলের ছাপ নেওয়া হবে। আঙ্গুলের ছাপ নিয়ে পে-পয়েন্টের এজেন্টরা নির্দিষ্ট ভাতা ভোগীর হাতে পৌঁছে দিবে টাকা।  এজন্য প্রতিটি ইউনিয়নের ভাতাভোগীদের মাঝে সচেতনতামূলক সভা করছে সংশ্লিষ্ট সমাজ সেবা অফিস। তারা ভাতাভোগীদের বায়োমেট্রিক পদ্ধতিতে বিনামূল্যে হিসাব খুলে দিবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD