সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাজীপুরের শ্রীপুরে কিশোরী জমজ দুমেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা ॥

গাজীপুরের শ্রীপুরে কিশোরী জমজ দুমেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা ॥

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কিশোরী জমজ দুমেয়েকে ধর্ষণের অভিযোগে তাদের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। নিজ কণ্যা ধর্ষণের এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার স্ত্রী। গ্রেফতারকৃতের নাম জাহাঙ্গীর আলম কাজল (৪৫)। সে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা বাজার এলাকার মৃত হারেজ বাইন্নার ছেলে।

শ্রীপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম ভূঞা ও ভিমিক্টদের মা জানান, প্রায় ২৫বছর আগে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের আলাউদ্দিনের মেয়ে আমেনা খাতুনকে বিয়ে করেন জাহাঙ্গীর আলম কাজল। বিয়ের পরপরই কাজল তার স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন। তাদের সংসারে জমজ দুই কণ্যা সন্তানের জন্ম হয়। সন্তানদের নিয়ে আমেনা বাবার বাড়িতেই বাস করেন। পরবর্তীতে কাজল প্রথম স্ত্রীর অনুমতি ছাড়াই আরো দুইটি বিয়ে করেন। কাজল প্রথম স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণের জন্য কোন প্রকার খরচ বহন না করলেও ২/৩ দিন পরপর ওই স্ত্রীর সঙ্গে দেখা সাক্ষাত ও মেলামেশা করতেন। এরমাঝে ২০১৭ সালের মে থেকে গত ২৮জুলাই পর্যন্ত কাজল নানা ভয়ভীতি দেখিয়ে তার জমজ দু’কিশোরী মেয়েকে তাদের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করেছে। সে ওই স্ত্রীর সামনেই একই ঘরে নিজ দুকণ্যাকে জোর করে ধর্ষণ করে। এ বিষয়ে কাউকে বললে তাদের মেরে ফেলার হুমকি দিত কাজল। হুমকির প্রেক্ষিতে ভিক্টিমরা ঘটনা কারো কাছে প্রকাশ করার সাহস পায় নি। একপর্যায়ে ভিক্টিম দুই মেয়েকে নিয়ে তাদের মা গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহারের সঙ্গে দেখা করে ঘটনা খুলে বলেন। এসময় আমেনাকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেয় পুলিশ সুপার। এরপ্রেক্ষিতে ভিক্টিমদের মা আমেনা খাতুন বাদী হয়ে স্বামী কাজলের বিরুদ্ধে শুক্রবার রাতে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। মামলা দায়েরের পরপর রাতেই পুলিশ ধর্ষক বাবা কাজলকে গ্রেফতার করে। শনিবার ভিক্টিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার ওসি মো. লিয়াকত আলী জানান, ভিক্টিমদের বাবার বিরুদ্ধে ডাকাতিসহ মাদকসেবনের একাধিক অভিযোগ রয়েছে। সে খুব হিংস্্র প্রকৃতির। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কাজল তার মেয়েদের ধর্ষণের কথা স্বীকার করেছে।

এদিকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও প্রণয় ভূষণ দাস জানান, শনিবার ভিক্টিমদের স্বাস্থ্য পরীক্ষার জন্য এ হাসপাতালে আনা হয়েছে। তবে ভিক্টিমরা তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে অস্বীকার করায় তাদের ফেরত পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD