সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সুনামগঞ্জে বিয়ে বাড়ির খাবার খেয়ে নিহত ১

সুনামগঞ্জে বিয়ে বাড়ির খাবার খেয়ে নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে বিয়ের খাবার খেয়ে জলি রানী দেব (৩৫) নামে একজনের মৃত্যু হয়েছে। অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৮২ জন। সদর উপজেলার সাদকপুর গ্রামে এ ঘটনা ঘটে। জলি রানী দেব সুনামগঞ্জ পৌর শহরের ওয়েজখালি এলাকার সঞ্জু দেবের স্ত্রী।

সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রফিকুল ইসলাম জানান, জলি রানীকে শুক্রবার সকালে সুনামগঞ্জ হাসপাতাল থেকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জেনেছি।

জানা যায়, বুধবার রাতে দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ডাইয়ারগাঁও গ্রামের মিহির তালুকদারের সঙ্গে সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের সাদকপুর গ্রামের মৃত প্রাণেশ তালুকদারের মেয়ে চন্দনা রানী দাসের বিয়ে সম্পন্ন হয়। খাওয়ার পর বরপক্ষের অধিকাংশ অতিথি দিরাইয়ে তাদের বাড়ি চলে যান। বৃহস্পতিবার সকালে অনেকেরই পেটে ব্যথা শুরু হয়। এরপর একে একে ৮০ জন হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে সুনামগঞ্জ হাসপাতালে ভর্তি হন ৪২ জন এবং দিরাই হাসপাতালে ভর্তি হন ৪০ জন। অবস্থা খারাপ হওয়ায় দুই হাসপাতাল থেকে কয়েকজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিসৎক সালাহউদ্দিন বলেন, বর-কনেসহ ৪২ জন অসুস্থ হয়ে তাদের হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এর মধ্যে বর-কনেসহ কয়েকজন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা হাসপাতালে ভর্তি আছেন। তিনি জানান, গুরুতর অসুস্থ দু’জনকে বৃহস্পতিবার রাতে এবং সকালে ১ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

দিরাই হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডা. সুমন রায় জানান, বৃহস্পতিবার রাতে ও শুক্রবার সকাল পর্যন্ত ৪০ জন রোগী তারা ভর্তি করেছেন। খাদ্যে টক্সিন জাতীয় পদার্থের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত ৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD