শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

সাভারে বিয়ের রাতেই বাসর ঘরের বদলে জেল হাজতে বর

সাভারে বিয়ের রাতেই বাসর ঘরের বদলে জেল হাজতে বর

সাভার প্রতিনিধি : সাভারে ভাগলপুরের মনিরুল আলম আলিফ নামের এক যুবক বিগত দুই বছর যাবত মোসাঃ রুবিনা বেগম কে বিয়ে না করে স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে এক সাথে বসবাস করে আসছিল।বিভিন্ন বাড়ীতে ভাড়া নেওয়ার সময় আলিফ এর ভোটার আই ডি কার্ড দেখিয়ে রুবিনার স্বামী পরিচয়ে ভাড়া নিয়ে রুবিনা কে ভোগ করতেন।রুবিনা কে বিয়ে করার বদলে আলিফ অন্য মেয়ে কে বিয়ে করে তার বাড়ীতে নিয়ে আসেন। এই খবর শুনে রুবিনা ছেলে(আলিফ) এর বাড়ীতে গিয়ে হাজির হয়,সত্যতা প্রমান পেয়ে সাথে সাথে সাভার মডেল থানায় গিয়ে আলিফের বিরুদ্ধে রুবিনা নিজে বাধী হয়ে একটি ধর্ষন মামলা দায়ের করেন।মামলায় উল্লেখ করেন আমি(রুবিনা) ও আলিফ জি,কে নামক একটি পোশাক শিল্প কারখানায় চাকুরি করতাম, আলিফ আমাকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিগত দুই বছর যাবত বিভিন্ন বাড়ীতে স্বামী স্ত্রীর পরিচয়ে ভাড়া নিয়ে আমাকে ধর্ষন করে আসছে।আমার জীবন নষ্ট করে এখন সে অন্য একটি মেয়ে কে বিয়ে করে।ধর্ষিতার গ্রামের বাড়ী মদুলগাছী নওগা,মামলাটি সাভার মডেল থানার এস,আই অপূর্ব দায়ীত্বে আছেন তার সাথে কথা বলে যানা যায় ঘটনা সত্য এবং আসামী কে আটক করা হয়েছে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD