বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৬:২৫ পূর্বাহ্ন
সাতক্ষীরা প্রতিনিধি : “গরীব দুঃখীর মামলার ব্যয়, সরকার দেয়” এই শ্লোগানকে সামনে রেখে তালায় আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১২ অক্টোবর) সকালে সাতক্ষীরা লিগ্যাল এইড এর আয়োজনে ও তালা উপজেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই আইন সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা লিগ্যাল এইড ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা লিগ্যাল এইড এর চেয়ারম্যান ও জেলা দায়রা শেখ মফিজুর রহমান। সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন’এর পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবল হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জন শেখ আবু শাহীন, সিনিয়র এএসপি (তালা সদর সার্কেল) হুমায়ন কবির, জেলা লিগ্যাল এইড অফিসার (দায়িত্বপ্রাপ্ত) ইয়াছমীন নাহার প্রমুখ। এসময় জেলা দায়রা জজ আদালতের পিপি মোঃ আব্দুল লতিফ, এ্যড. তপন কুমার দাশ, তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ অহিদুল ইসলাম, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাপড়ী, উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানবৃন্দ, ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমামসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।