সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৫ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বাংলাদেশের গ্যাস ভারতে বিক্রি হচ্ছে না: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের গ্যাস ভারতে বিক্রি হচ্ছে না: সিলেটে পররাষ্ট্রমন্ত্রী

সিলেট প্রতিনিধি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, দেশের গ্যাস ভারতে বিক্রি করা হচ্ছে না। বিদেশ থেকে গ্যাস কিনে সেটি প্রক্রিয়াজাত করে সেই গ্যাস ভারতের কাছে বিক্রি করা হবে। এটি বাংলাদেশের জন্য সুখবর। নতুন একটি বাজার আমরা পেয়েছি। শনিবার দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।বর্ডারে মানুষ হত্যা প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২০০৩ সালে ১৬৬ জন মানুষ বর্ডারে মারা গেছে। কিন্তু গত বছর মারা গেছে মাত্র ৩-৪ জন। যারা মারা গেছে তারা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করেছে কিংবা চুরি করতে গেছে। অবৈধভাবে প্রবেশ করা বন্ধ হলে বর্ডারে হত্যাও বন্ধ হবে।তিনি বলেন, ভারতকে আমরা খাবার পানি দিয়েছি বিষয়টি নিয়ে ভুল তথ্য প্রচার হচ্ছে। মাত্র ছয় হাজার লোকের একটি শহরে আমরা খাবার পানি দিচ্ছি। আগে তারা বিভিন্ন যন্ত্রের মাধ্যমে এরচেয়ে বেশী পানি নিয়ে গেছে। এখন চুক্তি হওয়ায় নির্ধারিত পরিমান পানি তারা নেবে এবং ভারত সরকার বিষয়টি তদারকি করবে। তিনি আরো বলেন, এই পানি দেওয়ার মাধ্যমে আমরা ভারতকে বোঝালাম আমাদের মন অনেক বড়। সেই সাথে তাদেরকে একটা দায়বদ্ধতার মধ্যে রাখলাম।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD