বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাংগুড়া আদিবাসী স্পোটিং ক্লাবের আয়োজনে কামদিয়া ইউনিয়নের কাঁচেরচড়া হাইস্কুল মাঠে ২৯ অক্টোবর (মঙ্গলবার) বিকেলে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন আব্দুল লতিফ প্রধান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহবায়ক রাজু সরকার, শাকিল খাঁন লেবু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোকাদ্দেস আলী মামুন, কামদিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ফসিউল ইসলাম, সহ আরো অনেকে। সভাপতিত্ব করেন কামদিয়া ইউনিয়ন পরিষদের ইউ’পি সদস্য মমতাজ উদ্দিন। উক্ত ফুটবল ফাইনাল খেলায় কামদিয়া সনাতন স্পোটিং ক্লাবকে ০৩-০২ গোলে হারিয়ে শ্যামপুর ক্রীড়া সংস্থা চাম্পিয়ন হয়েছে। শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে পুরুস্কার তুলে দেন।