রবিবার, ১৯ মে ২০২৪, ০৬:০১ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

স্মিথ-ওয়ার্নারের ব্যাটে টি-২০ সিরিজ অস্ট্রেলিয়ার

স্মিথ-ওয়ার্নারের ব্যাটে টি-২০ সিরিজ অস্ট্রেলিয়ার

অ্যাডিলেডের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ১৩৪ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছিল অসিরা। এবার ব্রিসবেনের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে শ্রীলঙ্কাকে ৯ উইকেটের ব্যবধানে পরাস্ত করল অস্ট্রেলিয়া। অ্যারোন ফিঞ্চ শূন্য রানে আউট হলেও ওয়ার্নার আর স্মিথ মিলেই অসিদের জয়ের বন্দরে পৌঁছে দেন।

গ্যাবায় টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ১৯ ওভারে ১১৭ রানে অল-আউট হয়ে যায় মালিঙ্গা অ্যান্ড কোং। জবাবে ব্যাট করতে নেমে ১৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১১৮ রান তুলে নেয় অস্ট্রেলিয়া।

শ্রীলঙ্কা ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে। দলের হয়ে সর্বোচ্চ ২৭ রান করেন উইকেটরক্ষক কুশল পেরেরা। ওপেনার দানুসকা গুনাথিলাকা করেন ২১ রান।

এছাড়া আভিসকা ফার্নান্দো ১৭, ওয়ানিন্দু হাসারাঙ্গা ১০, ইসুরু উদানা ১০ ও লক্ষ্মন সান্দাকান ১০ রান করেন। অধিনায়ক মালিঙ্গা আউট হন ৯ রান করে। অস্ট্রেলিয়ার হয়ে নিজেদের মধ্যে ২টি করে উইকেট ভাগ করে নেন বিলি স্ট্যানলেক, প্যাট কামিন্স, অ্যাস্টন এগার ও অ্যাডাম জাম্পা।

জবাব দিতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ওভারেই অধিনায়ক অ্যারোন ফিঞ্চের উইকেট হারিয়ে বসে। রানের খাতা খুলতে পারেননি ফিঞ্চও। স্টিভেন স্মিথের সঙ্গে জুটি বেঁধে ডেভিড ওয়ার্নার দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD