শনিবার, ১৮ মে ২০২৪, ১২:৪৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ ডেনলির

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি সিরিজ শেষ ডেনলির

বেশ কয়েকজন নিয়মিত খেলোয়াড়ের বিশ্রামে ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের দরজা খুলে গিয়েছিল জো ডেনলির। কিন্তু চোট সুযোগটা কাজেই লাগতে দিলো না। অ্যাঙ্কেলের চোটে নিউজিল্যান্ড সফরের টি-টোয়েন্টি সিরিজ শেষ হয়ে গেছে এই ব্যাটসম্যানের।

নিউজিল্যান্ড সফরে ইংল্যান্ড খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। শুক্রবার ক্রাইস্টচার্চে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দল দুটি। দলের নিয়মিত খেলোয়াড়ের বেশ কয়েকজন বিশ্রামে থাকায় স্কোয়াডে জায়গা হয়েছিল ডেনলির। ক্রাইস্টচার্চের ম্যাচে খেলা জোর সম্ভাবনাও ছিল তার। কিন্তু ম্যাচের আগে অনুশীলনে পাওয়া অ্যাঙ্কেলের চোটে খেলা হয়নি। এবার কুড়ি ওভারের পুরো সিরিজই শেষ হয়ে গেল এই ব্যাটসম্যানের।

ঘরের মাঠের অ্যাশেজে খেলেছেন ডেনলি। চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছেন ৩১২ রান। তারই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডের টি-টোয়েন্টির সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডেও আছেন ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান। ডেনলি এখন টেস্ট সিরিজ সামনে রেখে সেরে ওঠার কাজ করবেন বলে জানিয়েছেন ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) মুখপাত্র।

নিউজিল্যান্ডে সফরকারীদের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে জয় দিয়ে। জেমস ভিন্সের হাফসেঞ্চুরিতে সহজ জয় পেয়েছে এউইন মরগানরা। আগামীকাল ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দল দুটি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD