শনিবার, ১৮ মে ২০২৪, ১২:০৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

অস্ট্রেলিয়াকে জিততে দিল না বৃষ্টি

অস্ট্রেলিয়াকে জিততে দিল না বৃষ্টি

ডার্কওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১১৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া যেভাবে ঝড়ো শুরু করেছিল, তাতে মনেই হয়েছিল জয়টা শুধু সময়ের ব্যাপার। কিন্তু বেরসিক বৃষ্টি তা আর হতে দিল কই! ফলে হাতের কাছের জয়কে জলাঞ্জলি দিয়ে বৃষ্টির কাছে মাথা নত করতে হলো। পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে গেল।

সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বাবর আজমের একার লড়াইতে সংগ্রাম চালায় সফরকারী পাকিস্তান। তবে ১২.২ ওভারে প্রথম দফা বৃষ্টি এলে আম্পায়ারা খেলা ১৫ ওভারে নামিয়ে আনেন। শেষ পর্যন্ত পাকিস্তান ৫ উইকেট হারিয়ে ১০৭ রান করতে পারে। অধিনায়ক ও ওপেনার বাবর ৩৮ বলে ৫টি চার ও দুটি ছক্কায় ৫৯ রানে অপরাজিত থাকেন। এছাড়া ৩১ করেন মোহাম্মদ রিজওয়ান।

স্বাগতিক অজি বোলারদের মধ্যে মিচেল স্টার্ক ও কেন রিচার্ডসন দুটি করে উইকেট পান। অ্যাশটন অ্যাগার একটি উইকেট তুলে নেন। ৫ নভেম্বর ক্যানাবেরায় সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD