শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৭:০৩ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

এই রাধিকা সেই রাধিকা নন

এই রাধিকা সেই রাধিকা নন

অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। পূর্ণদৈর্ঘ্য নয়, এই বলিউড তারকা পরিচালকের তালিকায় নাম লেখাতে যাচ্ছেন স্বল্পদৈর্ঘ্য ছবির মাধ্যমে। সাহসী সব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে শুরু থেকেই দর্শক আলোচনায় ছিলেন রাধিকা। সেই সাহসী দৃশ্যের রাধিকা যেনো এই রাধিকা নন। কারণ এবার তিনি পরিচালক।

সম্প্রতি ছবি পরিচালনার ঘোষণা দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিনি। তার ছবির নাম ‘স্লিপওয়াকার্স’ এবং ছবির গল্পের বিষয় শুনে অনেকে মতপ্রকাশ করেছেন, এটি ভিন্ন ধরনের একটি কাজ হবে। কারণ ঘুমের মধ্যে হেঁটে বেড়ানো মানুষদের গল্প নিয়ে আগে কখনও ছবি হয়নি। যে জন্য রাধিকার প্রথম ছবি কেমন হবে, তা নিয়ে এখন থেকেই জল্পনা-কল্পনা শুরু করেছেন অনেকে। কিন্তু চলচ্চিত্রবোদ্ধা ও দর্শকের এসব কথা নিয়ে মোটেও মাথা ঘামাচ্ছেন না রাধিকা।

তার কথায়, যে বিষয় নিয়ে ‘স্লিপওয়াকার্স’ তৈরি হচ্ছে, তা যদি দর্শককে ভাবিয়ে তোলে, তাহলেই ছবি নির্মাণ সার্থক হবে। তাই নির্মাণের আগে কাজের ভালো-মন্দ দিক নিয়ে কথা বলতে চাই না। ৩০ মিনিট ব্যাপ্তির এ ছবিটি প্রমাণ করবে, পরিচালক হিসেবে আমি কতটা সম্ভাবনাময়। তাই কাজের প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে অতিক্রম করছি, যাতে ভালো কিছু হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD