মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৫ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

পিরোজপুর  নেছারাবাদে ইয়াবা ও আইচ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর  নেছারাবাদে ইয়াবা ও আইচ সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

পিরোজপুর জেলা প্রতিনিধিঃ
পিরোজপুরের নেছারাবাদে(স্বরূপকাঠিতে) ২০০ পীচ ইয়াবা ও ১ গ্রাম আইচ সহ সুব্রত শিয়ালী ও বাবুল মীর নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে স্বরূপকাঠি(নেছারাবাদ) থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে নেছারাবাদ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রিয়াজ হোসেনের নির্দেশে এস আই আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর জগন্নাথকাঠি মিন্টু হাওলাদারের চায়ের দোকানের সামনের রাস্তা থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে তাদের সঙ্গে থাকা ২০০ পীচ ইয়াবা ট্যাবলেট ও ১ গ্রাম আইচ উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কাউখালী উপজেলার কেশরতা গ্রামের নির্মল শিয়ালীর ছেলে সুব্রত শিয়ালী ও একই উপজেলার নিলতি গ্রামের আমজাদ মীরের ছেলে বাবুল মীর।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD