শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ঠাকুরগাঁওয়ে আ’লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

ঠাকুরগাঁওয়ে আ’লীগের বর্ধিত সভায় চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নে আসন্ন স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে দ্বন্দ চরমে উঠেছে। নৌকার মনোনিত প্রাথীর বিরুদ্ধে বিক্ষোভ করেছে বঞ্চিতরা।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) বিকালে কালমেঘ উচ্চ বিদ্যালয়ে ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভা চলাকালীন সময়ে এই ঘটনা ঘটে।
জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় তৃতীয় ধাপে ঠাকুরগাঁওয়ে আগামী ২৮ নভেম্বর ১৮টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। যার মধ্যে বালিয়াডাঙ্গী উপজেলায় ৮টি এবং পীরগঞ্জ উপজেলায় ১০টি।

দুওসুও ইউনিয়নের কৃষকলীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান বলেন আগামী ২৮ নভেম্বর দুওসুও ইউনিয়ন পরিষদের নির্বাচনে যে প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়েছে। তার পরিবার বিএনপি-জামাতের রাজনীতির সাথে জড়িত। যে পরিবারটি বঙ্গবন্ধুর মৃত্যুর পরে মিষ্টি বিতরণ করেছে, সেই পরিবারের ছেলেকে কি ভাবে আ’লীগের নৌকা মার্কায় নমিনেশন দেয়। একই কথা বলেন মকলেছুর রহমানসহ অনেকে। ইউনিয়ন আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম খলিল বলেন কিছু নেতার কারনে নৌকা মার্কাকে কুলসিত করেছে। তারা টাকা বিনিময়ে বিক্রী করেছে। তাই নৌকা মার্কার মনোনিত প্রার্থীর সমর্থন প্রত্যাহার করছি। সাবেক চেয়ারম্যান নূরুল ইসলাম বলেন বিএনপি-জামাত সমর্থিত পরিবারের সদস্য সোহেল রানার নৌকা মার্কা বাতিল করে দলের জন্য নিবেদিতদের মনোনয়ন দেয়ার আহবান জানান তিনি। কালমেঘ লালাপুর গ্রামের বাসিন্দা মো. মনজুর আলী বলেন যে লোকের সাথে জনগণের কোন সম্পর্ক নেই, জনগণ তাকে চেনে না, অনেকে কখনো দেখেইনি সেই লোককে আ’লীগের নৌকা মার্কা দেয়াটা ঠিক করেনি। একই কথা বলেন শহিদুল, রফিকুল, রবিউলসহ অনেকে। তারা আরও বলেন নেতারা মনোনয়ন নিয়ে বাণিজ্য করেছে।

নৌকা মার্কার মনোনিত প্রার্থী সোহেল রানা বলেন আমার বিরুদ্ধে যে সব অভিযোগ তুলা হয়েছে, তা সম্পূন্নরুপে ভিত্তিহীন, আমার পরিবার ও চাচারা আ’লীগের রাজনীতির সাথে জড়িত। আমি ছাত্র জীবনে ছাত্রলীগ করেছি।

উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী বলেন আমরা কেন্দ্রে তিন জনের নাম পাঠিয়েছি। কেন্দ্র যাদের যোগ্য মনে করেছে, তাদেরকেই মনোনয়ন দিয়েছে। যারা অভিযোগ করেছে তারাই কেউ ফিডম পার্টি আবার কেউ জামাত বিএনপি’র সাথে জড়িত।

 


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD