শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০১:০২ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

খাল উদ্ধার করে হাতিরঝিলের মতো করা হবে: মন্ত্রী তাজুল

খাল উদ্ধার করে হাতিরঝিলের মতো করা হবে: মন্ত্রী তাজুল

স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ঢাকা শহরের অনেকগুলো খাল ও লেক দখল হয়ে আছে, সেগুলো উদ্ধারের পর খনন করে হাতিরঝিলের মতো করা হবে।এরপর ওই সব জলাশয়ে ওয়াটার ট্রান্সপোর্ট চালু করা হবে বলে জানিয়েছেন তিনি।এ কাজে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, “এসব ব্যবস্থা চালু করা গেলে নাগরিকের সময় ও অর্থ খরচ কমে আসবে। একই সঙ্গে সড়কে ট্রাফিকের উপর চাপ কমবে।”শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলের পদ্মা হলে ঢাকা ওয়াসার ‘বিল কালেকশন অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।এলজিআরডি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে ঢাকা ওয়াসার সাথে বিল সংগ্রহের জন্য চুক্তিবদ্ধ ৩৩টি ব্যাংকের মধ্যে ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক বিল গ্রহণকারী ১০টি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে পুরস্কৃত করা হয়।

ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তাকসিম এ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD