মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

২৪ ঘণ্টায় হাসপাতালে ২১৫ ডেঙ্গু রোগী

২৪ ঘণ্টায় হাসপাতালে ২১৫ ডেঙ্গু রোগী

গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ২১৫ নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন। ৩১ অক্টোবর সকাল ৮টা থেকে আজ (১ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত রাজধানী ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২ ও ঢাকার বাইরের হাসপাতালে ১৪৩ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হন।
স্বাস্থ্য অধিদফতরের হেলথ ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়েশা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ (১ নভেম্বর) পর্যন্ত সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৯৬ হাজার ৩১১। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন ৯৫ হাজার ১৫৪।

স্বাস্থ্য অধিদফতরের রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৪৮টি মৃত্যুর তথ্য প্রেরণ করা হয়েছে। তন্মধ্যে আইইডিসিআর ১৭১টি মৃত্যু পর্যালোচনা করে এ পর্যন্ত ১০৭টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD