সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

‘মাদক-সন্ত্রাস-জুয়া থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার সংস্কৃতি’

‘মাদক-সন্ত্রাস-জুয়া থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার সংস্কৃতি’

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, জুয়া, মাদক ও সন্ত্রাস থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার হলো সামাজিক-সাংস্কৃতিক উৎসব ও অনুষ্ঠানের আয়োজন এবং তাতে অংশগ্রহণ।

শুক্রবার রাজধানীর বনানীতে সিটি কর্পোরেশন মাঠে গারো সম্প্রদায় আয়োজিত ঢাকা ওয়ানগালা-২০১৯ উৎসবে তিনি এ কথা বলেন।

গারো সম্প্রদায়ের লোকদের উদ্দেশ্যে মেয়র বলেন, বাংলাদেশে প্রায় ২৭টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে, যাদের সংস্কৃতি ও ঐতিহ্য আমাদের জাতি হিসেবে সমৃদ্ধ করে। আপনারা বাংলাদেশের অহংকার, আমাদের বৈচিত্র্যময় ইতিহাস, ঐতিহ্যের অন্যতম ধারক- বাহক। এই বাংলাদেশ কৃষিপ্রধান দেশ এবং গারো সম্প্রদায় আয়োজিত এই ওয়ানগালা উৎসবটিও একটি কৃষিভিত্তিক সামাজিক অনুষ্ঠান।

শস্য উৎসর্গ করার এই ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠানের নাম ওয়ানগালা। যেটি বাঙালির নবান্ন উৎসবের মতোই, বিশ্বের বহু দেশে নানান নামে পালিত হয়ে থাকে।

আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে মেয়র বলেন, গারো সম্প্রদায়সহ সব নৃগোষ্ঠীর যেকোনো প্রয়োজনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সবসময় পাশে থাকবে।

তিনি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় ঢাকা উত্তরের একটি সড়ক গারো সম্প্রদায়সহ সব ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের নিয়ে সমন্বিতভাবে সাজিয়ে দেবার অনুরোধ করেন।

ঢাকা ওয়ানগালা-২০১৯ এর নকমা শুভজিৎ সাংমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ভারতের ত্রিপুরা রাজ্যের এমএলএ বিপ্লব কুমার ঘোষ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার প্রমুখ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD