শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৬:২৩ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

বছর শেষে অনন্ত জলিল

বছর শেষে অনন্ত জলিল

চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল এ পর্যন্ত বেশকিছু ছবি উপহার দিয়েছেন। তার অভিনীত ছবিগুলো দর্শকরা সাদরে গ্রহণও করেছেন। এবার তুরস্কে ‘দিন দি ডে’ নামে একটি চলচ্চিত্রের শুটিং করেছেন এ নায়ক। ছবির বেশিরভাগ কাজ এরইমধ্যে শেষ করেছেন বলে জানান তিনি। অনন্ত জলিল বলেন, এরইমধ্যে এ ছবির আশিভাগ কাজ শেষ হয়েছে। বিগ বাজেটের ছবি এটি। খুব সময় নিয়ে কাজটি করছেন পরিচালক। ইরানের পর এ ছবির দৃশ্যধারণের শেষভাগের কাজে ২৯শে সেপ্টেম্বর তুরস্কে যাবো। আমার সঙ্গে এ ছবিতে বর্ষা অভিনয় করছে। এ ছাড়া সুমন ফারুক নামে একজন অভিনয়শিল্পীও কাজ করবেন। আরো ২০ দিন শুটিং করবো আমরা। কিছু সিকোয়েন্সের পাশাপাশি গানের দৃশ্যধারণ হবে এবার তুরস্কে। এরপর পোস্টপ্রোডাকশনের কাজ শুরু হবে। চলতি বছরের শেষ মাস অর্থাৎ ডিসেম্বরে ছবিটি মুক্তি দেয়ার পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মাণাধীন চলচ্চিত্রটির পরিচালনার দায়িত্বে আছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। অভিনয়ের পাশাপাশি ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজনার দায়িত্বে আছেন অনন্ত জলিল। ছবিটিতে একজন চৌকস সোয়াত সদস্যের চরিত্রে অভিনয় করছেন তিনি। এ ছবির চিত্রনাট্য লিখেছেন ছটকু আহমেদ।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD