শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৭ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯

শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯

তৃতীয়বারের মতো বাংলাদেশে শুরু হতে যাচ্ছে সুন্দরী প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’। প্রতিযোগিতার প্রধান বিচারক হিসেবে থাকছেন চিত্রনায়িকা মৌসুমী, চিত্রনায়ক ফেরদৌস এবং বিউটি এক্সপার্ট ফারনাজ আলম। এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রথমবারের মতো কোন রিয়েলিটি শোতে একসঙ্গে বিচারক হিসেবে দেখা যাবে মৌসুমী ও ফেরদৌসকে। গত বছরের মতো এ বছরও প্রতিযোগিতার ব্রডকাস্ট পার্টনার হিসেবে থাকছে দেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। অনুষ্ঠানের বিচারকদের সাথে পরিচয় করিয়ে দেয়ার পাশাপাশি আনুষ্ঠানিক ঘোষণা দেয়ার জন্য গতকাল (১৪ সেপ্টেম্বর) বিএফডিসির ৮ নম্বর ফ্লোরে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনজন বিচারক ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিযোগিতার লাইসেন্সি অমিকন এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান মেহেদী হাসান এবং এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন এক্সপার্ট প্রোভাইডারস এর ব্যবস্থাপনা পরিচালক অপু খন্দকার, এক্সপোজার এর সিইও সজীব রশীদ প্রমুখ। 

প্রায় ত্রিশ হাজরের অধিক প্রতিযোগী এ বছর শুরু হচ্ছে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন। এর মধ্যে প্রাথামিক বাছাইকৃত প্রতিযোগীদের নিয়ে আগামী ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে অডিশন কার্যক্রম। এরপর বিভিন্ন রাউন্ড এবং গ্র“মিং এর মধ্যে দিয়ে নির্বাচিত সেরা ১০ জন প্রতিযোগীকে নিয়ে অক্টোবর মাসের দ্বিতীয় সপ্তাহে গ্র্যান্ড ফিনালের মধ্যে নির্বাচিত হবে এ বছরের ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’। আগামী ২০ অক্টোবর থেকে এটিএন বাংলার সম্প্রচার করা হবে ‘মিস ওয়ার্ল্ড ২০১৯’ অনুষ্ঠানটি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD