শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:৩৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

প্রভাসের সঙ্গে দেখা না হলে আত্মহত্যার হুমকি!

প্রভাসের সঙ্গে দেখা না হলে আত্মহত্যার হুমকি!

বাহুবলী’ তারকা প্রভাসের সঙ্গে দেখা করতে উন্মাদ অনেক ভক্ত। তাদেরই একজন অদ্ভুত কা- করে বসলো। ভারতের তেলাঙ্গানা প্রদেশের জঙ্গমে একটি মোবাইল ফোনের টাওয়ারের ডগায় উঠে প্রিয় তারকার সঙ্গে দেখা করার বাসনা জানিয়েছে সে। অনলাইনে ও স্থানীয় টিভি চ্যানেলগুলোতে ওই ভক্তের টাওয়ারে ওঠার ছবি প্রকাশিত হয়েছে। প্রভাসের সঙ্গে দেখা করিয়ে না দিলে লাফিয়ে পড়ার হুমকি দিয়েছে সে। তবে টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত বুধবারের এ ঘটনায় ওই ব্যক্তিকে কীভাবে সান্ত¡না দেওয়া হলো তা জানা যায়নি। প্রভাসের কানে এ খবর পৌঁছেছে কিনা তাও স্পষ্ট নয়। সম্প্রতি ‘সাহো’ ছবির জন্য একটি হোর্ডিং ঝোলাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরেক ভক্তের মৃত্যু হয়েছে। এটি মুক্তির আগে হায়দরাবাদে প্রভাসকে দেখতে জড়ো হয় এক লাখ ভক্ত। সুজিত পরিচালিত ‘সাহো’ ভারতসহ বহির্বিশ্ব মিলিয়ে বক্স অফিসে ৪০০ কোটি রুপি আয় করেছে। তবে ‘বাহুবলী’র মতো সমালোচকদের মন জয় করতে পারেনি এই ছবি। সূত্র: হিন্দুস্তান টাইমস


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD