রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৫:৫৪ অপরাহ্ন
রোববার কক্সবাজারের নিদানিয়া এডি ফায়ারিং রেঞ্জে অ্যাডহক ৪৮ এয়ার ডিফেন্স রেজিমেন্ট আর্টিলারির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এ টেস্ট ফায়ারিং হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, আধুনিক প্রযুক্তি সম্বলিত বিশ্বখ্যাত অরলিকন রাডার কন্ট্রোল্ড গান যুদ্ধ সরঞ্জামাদির তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় আকাশ প্রতিরক্ষার অংশ হিসেবে বিমান বিধ্বংসী অস্ত্র সংযোজনের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল।