মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

প্রকাশ্যেই ঠোঁটে চুমু খেয়ে ভাইরাল অভিনেতা

প্রকাশ্যেই ঠোঁটে চুমু খেয়ে ভাইরাল অভিনেতা

এরইমধ্যে তারা বেশ নামও করেছেন। বিশেষ করে সব্যসাচী চক্রবর্তীর ছোট ছেলে অর্জুন চক্রবর্তী এখন টলিউডে বেশ জনপ্রিয়৷ বেশ কিছু হিট ছবিও দিয়েছেন। তবে অর্জুন কিন্তু অন্যান্য সেলিব্রিটিদের মতো সোশ্যাল মিডিয়ায় খুব একটা সক্রিয় নন।

কাজের ফাঁকে হঠাৎ হঠাৎ ঢুঁ মারেন। আর এবারে একটু বেড়াতে এসেই যেন সোশাল মিডিয়ায় আগুন ধরিয়ে দিলেন তিনি।

বউকে প্রকাশ্যেই চুমু খেলেন অর্জুন ৷ একেবারে ঠোঁটে চুমু। আর সেই চুমুর ছবি পোস্ট করে লিখলেন ‘তুমি আমার নিশ্বাস-প্রশ্বাস, সব কিছুই তুমি ৷’ আর এই ছবি আপলোড হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অর্জুন।

অনেকে অবশ্য সমালোচনাও করছেন। বাবা-মা ও বড় দাদার দিকে তাকিয়ে হলেও আরেকটু রক্ষণশীল হওয়া উচিত ছিলো অর্জুনের এমনটাও বলছেন অনেকে।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD