শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:১৬ পূর্বাহ্ন
ঈশ্বরদীর পাকশী ইউনিয়নের রূপপুর ফটু মার্কেট এলাকায় অতিরিক্ত গাঁজা সেবনে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম আব্দুল মান্নান (৩৮)। ঘটনার পর মৃত মান্নানকে ফেলে সঙ্গীরা পলায়ন করে বলে জানা গেছে। শনিবার সকালে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মান্নান উপজেলার চররূপপুর সারেংপাড়ার মৃত আলী হোসেনের ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, মান্নান শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। সকালে ফ্রুট মার্কেটের এক দোকানের বেঞ্চে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
ফটু মার্কেটের নৈশ প্রহরী আব্দুর রহমান জানান, মান্নান তার কয়েকজন বন্ধুর সঙ্গে ভেড়ামারার কাঁঠালতলা গোপাল শাহ মাজারে গিয়ে গাঁজা সেবন করে অসুস্থ হয়ে পড়ে। এই অবস্থায় তারা ভটভটিতে করে ফটু মার্কেটের একটি দোকানের বেঞ্চে রেখে যায়। সকালে তার পরিবারের লোকজন মান্নানকে মৃত অবস্থায় পায়।
ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, সুরতহাল প্রতিবেদন তৈরির সময় নিহত মান্নানের শরীরের কোথায়ও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।