মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০৮:১৮ পূর্বাহ্ন
নড়াইলের কালিয়া থানা পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে কামরুজ্জামান (৪২) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে।
কামরুজ্জামান কালিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের চাঁদপুর গ্রামের আবুল হোসেনের ছেলে। তাকে শনিবার সকালে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০০২ সালে বাগেরহাট জেলার মংলাবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত একটি মামলায় কামরুজ্জামানকে যাবজ্জীবন সাজা দেন আদালত।
মামলায় দণ্ডপ্রাপ্ত হওয়ার পর থেকে তিনি পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১টার দিকে কালিয়া পৌরসভার সামনে রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
কালিয়া থানার ওসি আনোয়ার হোসেন বলেন, গ্রেফতারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত কামরুজ্জামানকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।