রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১১:২২ অপরাহ্ন
ময়মনসিংহের মুক্তাগাছায় স্কুল শিক্ষিকাকে ইভটিজিংয়ের অপরাধে এক ছাত্রলীগ নেতাকে ১০ দিনের কারাবাস দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে এ রায় দেন মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্ণা সরকার।
জানা যায়, সাজাপ্রাপ্ত মমিনুল ইসলাম তারাটি পূর্ব পাড়ার বাসিন্দা শুকুর আলীর পুত্র । তিনি মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
মুক্তাগাছা থানার ওসি আলী মাহ্ মুদ জানান, শহরের কালিবাড়ি পুকুরপাড় নামক স্থানে পৌর এলাকার একটি প্রাইমারি স্কুলের শিক্ষিকাকে ইভটিজিং করেন মমিনুল ইসলাম। পরে তাকে গ্রেপ্তার করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ১০দিনের সাজার রায় দেন।
মমিনুল ইসলামের বিরুদ্ধে মুক্তাগাছা থানায় একটি নিয়মিত মামলা এবং ২টি ওয়ারেন্ট আছে জানিয়ে ওসি বলেন, তাকে আদালতের মাধ্যমে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।