সোমবার, ২০ জানুয়ারী ২০২৫, ০৯:০৯ অপরাহ্ন
সাভারে নিয়ন্ত্রণ হারিয়ে হাতিলের মিনিবাস খাদে পড়ে আমেনা আক্তার হিমু (২৫) নামে এক হিসাবরক্ষক কর্মকর্তা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও চারজন।
শনিবার সকালে ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা কুমিল্লা এলাকার বাসিন্দা ও হাতিলের জুনিয়র হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সকালে ঢাকা থেকে মিনিবাসটি হাতিলের স্টাফদের নিয়ে আশুলিয়ার জিরানী এলাকায় তাদের কারখানার উদ্দেশ্যে রওনা দেয়।
পরে ঢাকা–আরিচা মহাসড়কের বলিয়ারপুর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মিনিবাসের পাঁচ যাত্রী।
সাভার ফায়ার সার্ভিসের একটি দল আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ভর্তি করে। তাদের মধ্যে হিমুকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ বলেন, নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে বলেও ওসি জানান।