বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ০৭:০৮ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাংনীতে লিপি খাতুনের বাড়ির তালা অপসারণ। সিমার মিথ্যা মামলা থেকে বাদ যায়নী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রতন

গাংনীতে লিপি খাতুনের বাড়ির তালা অপসারণ। সিমার মিথ্যা মামলা থেকে বাদ যায়নী ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক রতন

আল-আমীন, :

মেহেরপুরের গাংনীতে সুদের টাকা দিতে না পারায় লিপি খাতুনের বাড়ির তালা অবশেষে খুলে দেয়া হয়েছে। স্থানীয়দের চাপের মুখে গতকাল মঙ্গলবার দুপুরে তালা খুলে দেন ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বর সুফিয়া খাতুনের মেয়ে সিমা। এর আগে মঙ্গলবার সকালে সুদের টাকা দিতে না পারায় লিপি খাতুনকে নির্যাতন করে বাড়িতে তালা ঝুলিয়ে দেয় ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বর সুফিয়া খাতুনের মেয়ে সিমা। নির্যাতিত হয়ে লিপি খাতুন গাংনী হাসপাতালে চিকিৎসা নিয়ে আপাতত বাড়ি ফিরেছে। নির্যাতিতা লিপি খাতুন জানান,একটু সুস্থ হলেই ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বর সুফিয়া খাতুনের মেয়ে সিমার নামে গাংনী থানায় মামলা দায়ের করা হবে। ইতো মধ্যে মামলা করার বিষয়ে আইনী সহায়তার দেওয়ার জন্য প্রশাসনের পক্ষ থেকে ফোন করে আশ্বাস দেয়া হয়েছে। ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বর সুফিয়া খাতুনের মেয়ে সিমার সুদ ব্যবসার সংবাদ প্রকাশিত হওয়ার পর ঐ এলাকায় নানা সমালোচনার ঝড় বইছে।  ধানখোলা ইউনিয়রে ৬নং ওয়ার্ডের আওয়ামীলীগের সাধারন সম্পাদক রিপন আলী জানান, ধানখোলা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বর সুফিয়া খাতুনের মেয়ে সিমা তার নামেও মিথ্যা মামলা দিয়ে হয়রানী করেছিলো।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD