শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪১ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আব্দুল মান্নান

গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন আব্দুল মান্নান

আল-আমীন, : নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেহেরপুরের গাংনীর গাড়াডোব মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নির্বাচিত হলেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান।  বুধবার দপুর ১ টায় ফলাফল ঘোষনা করেন প্রিজাইডং অফিসার ও গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার। এর আগে গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়ে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ফলাফলে মতিয়ার রহমান ৩ ভোট পেয়ে পরাজিত হন। আব্দুল মান্নান ৪  পেয়ে বিজয়ী হন। একটি ভোট বাতিল হয়। মোট ভোটার  ৮জন। উল্লেখ্য : গত বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। ৫০৮ জন ভোটারের মধ্যে ৪২৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ফলাফলে সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্যানেল থেকে আবুল কালাম ২১৬,রবিউল ইসলাম ১৬৪,শফিউল ইসলাম ১৫৩,রাশিদুল ইসলাম মিলন ১২২ ও সংরক্ষিত সদস্য পদে নাজমা খাতুন ২৬৮ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। গোলাম সারোয়ার টোকন প্যানেল থেকে হাসান ১০৯,মজিরুল ইসলাম ৯৪,আবু সাইদ রাশেদ ৮৪,আক্তারুল ইসলাম ৭২ ও সংরক্ষিত সদস্য পদে ওজিফা খাতুন ১০৯ ভোট পেয়ে পরাজিত হয়েছে। ভোট গণণা শেষে প্রিজাইডিং অফিসার ও গাংনী উপজেলা শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার এ ফলাফল ঘোষনা করেন। এর আগে বিনাপ্রতিদ্বন্দিতায় শিক্ষক প্রতিনিধি জাকিয়া আক্তার,নেয়ামুল আশরাফ ও শাজাহান আলী বিজয়ী হন। বিজয়ীদের মধ্যে জাকিয়া আক্তার,নেয়ামুল আশরাফ সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্যানেল থেকে নির্বাচিত হন। বিজয়ী প্রার্থীরা জানান,সাবেক সভাপতি গোলাম সারোয়ার টোকন নিয়োগ বানিজ্য,শিক্ষা প্রতিষ্ঠানটিতে পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত করা সহ নানা অভিযোগের কারণে নির্বাচনে ভরাডুবি হয়।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD