রবিবার, ০৪ Jun ২০২৩, ০৪:১৮ অপরাহ্ন
পঞ্চগড় প্রতিনিধি :
স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস টার্কি ফার্ম এন্ড হ্যাচারী লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে টার্কি মুরগি প্রতিপালন প্যাকেজের মাধ্যমে পঞ্চগড়ের প্রায় চারশ খামারির কাছ থেকে ১৩ কোটি টাকা হাতিয়ে নেয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থ খামারিরা। গতকাল মঙ্গলবার সকালে পঞ্চগড় জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে তারা ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে পঞ্চগড় স্বপ্নতরী ক্ষতিগ্রস্ত খামারি সংগঠনের সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শাহ আলমসহ ক্ষতিগ্রস্ত খামারিরা বক্তব্য রাখেন। এ সময় ক্ষতিগ্রস্ত খামারিরা জানায়, স্বপ্নতরী এগ্রো সার্ভিসেস টার্কি ফার্ম এন্ড হ্যাচারী লিমিটেডের চেয়ারম্যান মানিক চন্দ্র বর্মন পঞ্চগড়ের প্রায় চারশ খামারির কাছ থেকে টার্কি প্রতিপালনের জন্য খামারিদের কাছ থেকে প্যাকেজ পদ্ধতিতে ১ লাখ থেকে ১০ লাখ টাকা করে মোট ১৩ কোটি টাকা হাতিয়ে নেয়। টাকা নিয়ে এখন তারা টার্কি মুরগিও সরবরাহ করছে না টাকাও ফেরত দিচ্ছে না। অনেকে ধার দেনা ও ঋণ করে টাকা দিয়ে এখন বিপাকে পড়েছেন। মানববন্ধনকারীরা অবিলম্বে তাদের টাকা ফিরিয়ে দেয়ার দাবি জানান। একই সাথে তারা স্বপ্নতরীর চেয়ারম্যান মানিক চন্দ্র বর্মনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। সেখানে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করেন।