শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:৪৪ অপরাহ্ন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলপুরে সোমবার রাতে কাল বৈশাখী ঝড়ে দেয়াল চাপায় হালিম মিয়া (৬০) নামে একজন নিহত হয়েছে। এছাড়া শতাধিক ঘর ও অসংখ্য গাছপালা বিধ্বস্থ হয়ে খামারের মুরগী ও গরুর মৃত্যুসহ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
জানা যায়, রাত আটটার দিকে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ভাইটকান্দি সখল্যার মোড়ে দোকানের উপর গাছ বিধ্বস্থ হয়ে দেয়াল চাপায় মারাদেওরা গ্রামের মোঃ হালিম মিয়া নিহত হয়। ভাইটকান্দি বাজার সংলগ্ন পুকুরের উপর চাষ করা হারুন মিয়ার মুরগীর খামারে গাছ বিধ্বস্থ হয়ে ঘরসহ পানিতে ডুবে প্রায় ৭ লাখ টাকার মুরগীর মৃত্যু হয়েছে। বড়পুটিয়া গ্রামে আব্দুল জলিলের গরুর খামারে গাছ বিধ্বস্থ হয়ে প্রায় ২ লাখ টাকার একটি ষাড় গরু মৃত্যু ও ৫ টি গরু আহত হয়। ইমাদপুর গ্রামের একটি হাফ বিল্ডিং মার্কেটের আশি ফুট টিনের চাল, বড়ইকান্দি ঈদগাহ মাঠ মা খাদিজা (রাঃ) মহিলা মাদরাসার টিনের চাল উড়ে যায়। বিহারাঙ্গা বাজারে দোকান ঘরে বিদ্যুতের খুটি বিধ্বস্থসহ বিভিন্ন স্থানে খুটি উপরে ও তার ছিড়ে সারা এলাকায় প্রায় ১৬ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকে। শেরপুর- ময়মনসিংহ সড়কের সাহাপুর ও ফুলপুর- রহিমগঞ্জ সড়কের কালিবাড়ি নামক স্থানে গাছ বিধ্বস্থ হয়ে যান চলাচল বন্ধ থাকে। এছাড়াও এলাকায় শতাধিক কাঁচা ঘরবাড়িসহ অসংখ্য গাছপালা বিধ্বস্থ হওয়ার খবর পাওয়া গেছে।