বুধবার, ১৫ মে ২০২৪, ০১:২৭ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***
সংবাদ শিরোনাম :

সুলতান ঘাট নির্মাণ কাজ এক বছর ধরে বন্ধ

সুলতান ঘাট নির্মাণ কাজ এক বছর ধরে বন্ধ

বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের মৃত্যুর পর ২০০৩ সালে নড়াইলে নির্মাণ করা হয় ‘এসএম সুলতান কমপ্লেক্স’। নড়াইলে সুলতান কমপ্লেক্স দেখতে আসা পর্যটকদের বসার ব্যবস্থা এবং নৌকা ভেড়াতে গত বছরের জুন মাসে নদীর তীরে দৃষ্টিনন্দন ‘সুলতান ঘাট’ নির্মাণ শুরু হয়। কিন্তু শুরুর দুই মাস পর এ কাজ বন্ধ হয়ে যায়।

নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. আল-আমিন বলেন, গত বছর পর্যটন মন্ত্রণালয় থেকে শিল্পী সুলতান ঘাট নির্মাণের জন্য ২০ লাখ টাকা বরাদ্দ আসে এবং এর জন্য টেন্ডার দিয়ে কাজও শুরু হয়। কিন্তু পরে দেখা যায় এ টাকায় ঘাট নির্মাণ সম্ভব নয়। তাই নতুন করে গণপূর্ত বিভাগের মাধ্যমে এক কোটি টাকার একটি প্রজেক্ট পাঠানো হয়েছে। আশা করছি এটি পাশ হলে নান্দনিক ঘাট নির্মাণ করা সম্ভব হবে।

নড়াইল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আহসান হাবীব জানান, জেলা প্রশাসকের পরামর্শে নতুন নকশায় এক কোটি টাকা ব্যয়ে সুলতান ঘাট নির্মাণের জন্য একটি প্রজেক্ট সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।এতে সুপারশি করেছেন নড়াইল-২ আসনের এমপি মাশরাফি বিন মর্তুজা। সুলতান কমপ্লেক্স দেখতে আসা পর্যটকদের বসার ব্যবস্থা এবং বিভিন্ন এলাকা থেকে নৌপথে আসা নৌকা ভেড়ানোর ব্যবস্থা থাকবে।

উল্লেখ্য, বরেণ্য এই শিল্পী ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইল শহরের মাছিমদিয়ায় জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালের ১০ অক্টোবর বার্ধক্যজনিত কারণে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে মৃত্যুবরণ করেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD