শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ অপরাহ্ন
হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) ॥ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ দেহনি ভবানন্দপুর গ্রামের আলহাজ্ব হাসান আলীর ছেলে ইঞ্জিনিয়ার ও ঢাকা আজিজ গ্রুপে কোম্পানির মার্কেটিং ম্যানেজার খেজমত আলী খোকন (৪৩) সহ কয়েকজন বিমানযাত্রী হিসেবে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে ৬ জুন শনিবার সকালে মাইক্রোবাসযোগে ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে বড় খোচাবাড়ি নামক স্থানে একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। (ইন্নালিল্লাহি……….রাজিউন)। ঐ মাইক্রোবাসের অপর ৬জন যাত্রীর মধ্যে ৪জন গুরুতর আহত হন। আহতদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়। তিনি স্ত্রী ও এক ছেলেসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন। তার মৃত্যুতে আজিজ গ্রুপ কোম্পানি গভীর শোক প্রকাশ করেছে এবং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আজ রাত ৯টায় জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।