সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৪ অপরাহ্ন
সাব্বির আহম্মেদ : ছেলেধরা নিয়ে গুজব কাউকে সন্দেহজনক মনে হলে পুলিশে খবর দিন,আইন নিজের হাতে তুলে নিবেন না : এস পি এস এম রশিদুল হক (পিপিএম)
আজ বিকাল ৪ টায় জেলা পুলিশ সুপারের কার্যালয় হল রুমে এক সংবাদ সম্মেলনে জেলার সকল সাংবাদিকদের সংগে মত বিনিময় কালে পুলিশ সুপার এস এম রশিদুল হক (পিপিএম) বলেন পদ্মা সেতু নির্মানে মানুষের মাথা লাগবে বলে একটি গুজব ছড়ানো হচ্ছে। বিভিন্ন স্থানে গুজব ছড়িয়ে গনপিটুনিতে হত্যার মাধ্যমে অস্হিতিশীল পরিবেশ সৃষ্টি করার অপচেষ্টা চলছে। এটি শুধুমাত্র গুজব, এ নিয়ে বিভ্রান্ত হবেন না।
গুজব ছরিয়ে এবং গনপিটুনি দিয়ে মৃত্যু ঘটানো ফৌজদারী অপরাধ।গনপিটুনির ঘটনায় জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হচ্ছে, গুজবে বিভ্রান্ত হয়ে ছেলে ধরা সন্দেহে কাউকে গনপিটুনি দিয়ে আইন নিজের হাতে তুলে নিবেন না,কাউকে ছেলেধরা সন্দেহ হলে তাৎক্ষনিক পুলিশকে সংবাদ দিন এবং গনপিটুনি না দিয়ে পুলিশের হাতে তুলে দিন। আসুন আমরা সকলে মিলে সচেতন হই, গুজব ছড়ানো ও গুজবে কান দেওয়া থেকে বিরত থাকি।