বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

রাজশাহীর মোহনপুরে ধুরইল উচ্চ বিদ্যালয় বিদায় ও নবীন বরণ অনু্ষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে ধুরইল উচ্চ বিদ্যালয় বিদায় ও নবীন বরণ অনু্ষ্ঠান অনুষ্ঠিত

রাজশাহীর মোহনপুরে ধুরইল উচ্চ বিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনু্ষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমেটির সভাপতি আলহাজ মো. আক্কাস আলী । প্রধান অথিতি ছিলেন আলহাজ মো: মুনসুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও ধুরইল ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মো: শামসুল হুদা বিশেষব অতিথি ছিলেন ধুরইল ১নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হিদুল ইসলাম আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো: সোহরাফ হোসাইন। অনু্ষ্ঠানে প্রধান অতিথি মোহনপুর উপজেলার কৃষক লীগের সভাপতি মোঃ মহসিন আলী মোল্লা বলেন শিক্ষা জাতির মেরুদন্ড শুধু পরিক্ষায় পাশ করেলে শিক্ষিত হওয়া যায় না। আর বর্তমানে পরিক্ষার ভাল রেজাল্টে চাকুরি হয় না, তাই সকল কে দক্ষতা অর্জন করতে হবে। এবং বিশেষ অতিথি ওহিদুল ইসলাম তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন শুধু লিখাপড়ার উপর পড়ে থাকলে চলবে না পড়ালিখার পাশাপাশি খেলা ধুলা করতে হবে এবং মানুষিক বিকাশ ঘটাতে হবে। সভাপতির বক্তব্যে জনাব আলহাজ মোঃ আক্কাস আলী অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীদের বলেন তোমরা জাতির ভবিষ্যত। তাই বর্তমান সমাজে তরুন-তরুনীদের ভুমিকা অতুলনিয়। তাই তোমরা কেউ মাদকের সাথে জড়ীত থাকবে না। এবং সমাজের মূল ব্যাধী বাল্য বিবাহ, এটা নিজ নিজ স্থান থেকে সবই প্রতিরোধ করবে। অবিভাবকদের বলেন আপনারা কেউ বাল্য বিয়ে দিবেন না। পরিশেষে অত্র প্রতিষ্টানের ধর্মীয় শিক্ষক মাওলা মোঃ আলাউদ্দীন মোনাজাত পরিচানলা করেন।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD