সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৪:৩৮ পূর্বাহ্ন
মোহনপুর ডিগ্রি কলেজকে সরকারিকরণ করায় কলেজের আয়োজনে বঙ্গবন্ধু সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কৃতজ্ঞতা জ্ঞাপন ও তার আস্থাভাজন এম পি আয়েন উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে । সোমবার মোহনপুর সরকারি কলেজ প্রাঙ্গণে বিকাল ৪ টার সময় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে মোহনপুর সরকারি কলেজের অধ্যক্ষ মফিজ উদ্দিন কবিরাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এম আব্দুস সোবহান । বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও এমপি পত্নী ড. এলিনা আক্তার পলি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড আব্দুস সালাম পিপি,উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার-উল-হালিম,সহকারী কমিশনার ভূমি মিজ্রা ইমাম উদ্দিন,থানার অফিসার ইনচার্জ ওসি আবুল হোসেন,কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহীদসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ,স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীর উপস্থিত ছিলেন । অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ক্লোজ আপ ওয়ান খ্যাত বিখ্যাত কণ্ঠশিল্পী সালমা।