শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:০৩ পূর্বাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

কালকিনিতে সরকারি গাছকেটে নেওয়ার অভিযোগ উঠেছে সামচু নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

কালকিনিতে সরকারি গাছকেটে নেওয়ার অভিযোগ উঠেছে সামচু নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে

কালকিনি(মাদারীপুর) প্রতিনিধি : সামচু ফকির নামের আওয়ামী লীগ নেতার নামে সরকারী গাছকেটে নেওয়ার অভিযোগ উঠেছে।তিনি কালকিনি উপজেলা আওয়ামী লীগ সহ-প্রচার সম্পাদক, কালকিনির ভুরঘাটা-ডাসার-গোপালগঞ্জ রোডের মেহগনি গাছ বিনা টেন্ডারে কেটে নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। আজ সকাল ৬ টার সময় থেকে গাছ কাটা শুরু করেন। যানাযায়,মাদারীপুরের কালকিনির ভুরঘাটা-ডাসার-গোপালগঞ্জ রাস্তার দুই পাড়ে সরকারী প্রকল্পর মাধ্যমে পিআইপি অফিসের সহযোগিতায় সরকারী অনুদানে এ গাছ গুলি লাগানো হয়। সে থেকে আজ অবদি সরকারী ভাবে এর র্নাসিং ও দেখ ভাল করা হচ্ছে। এ গাছ গুলি সরকারী সম্পদ। কিছু দিন আগে ও কিছু লোভি লোক খুব ভোরে রাস্তার গাছ কেটে ফেলে ছিল, কিন্তু প্রসাশনের হস্ত ক্ষেপে তা উদ্ধার করে টেন্ডারের মাধ্যমে বিক্রি করে সরকারী কোষাগারে দিয়ে দেওয়া হয়। রাস্তার দুই পাড়ে কোটি টাকার গাছ কিছু প্রভাব শালী লোক মাঝে মাঝে কেটে নেওয়ার চেষ্ঠা করছে। জরুরী ভিত্তিতে ব্যাবস্থা না নিলে র্দূবৃত্তরা সরকারী গাছ কেটে নেওয়ার আসংকা আছে। সামচু ফকির বলেন, গাছ গুলি আমি লাগিয়ে ছি,আমার গাছ। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার আমিনুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে তহসিল দার পাঠিয়েছি এবং ব্যাবস্থা নিচ্ছি।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD