শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:২৪ অপরাহ্ন

আপডেট
*** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***                     *** সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698  ***              সিসি ক্যামেরা সিস্টেম নিতে যোগাযোগ করুন - 01312-556698 ***

ঠাকুরগাঁওয়ে চা-শিল্পের বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে চা-শিল্পের বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের চা-শিল্পকে টিকে রাখতে বর্তমান প্রেক্ষাপট, ভবিষ্যৎ পরিকল্পনা ও করণীয় বিষয়ে ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে গ্রীন ফিল্ড টি ইনন্ডাষ্ট্রিজ লিমিটেড এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

গ্রীন ফিল্ড টি ইনন্ডাষ্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক  ফয়জুল ইসলাম হিরু ঠাকুরগাঁওয়ের চা-শিল্পের বর্তমান পরিস্থিতি সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এ সময় তিনি বলেন গত ৩০ এপ্রিল থেকে চট্টগ্রামের নিলাম বাজারে চা-য়ের মারাত্তক দরপতন হয়েছে। ফলে কোম্পানীকে বিশাল অঙ্কের লোকসান গুনতে হয়েছে। এই প্রতিযোগীতামূলক বাজারে টিকে থাকতে হলে চা-য়ের গুনগতমান বাড়াতে হবে। চা-চাষীদের উদ্দেশ্যে বলেন গুনগতমান বাড়াতে হলে ৮-১০ দিনের মধ্যে চা উত্তোলন করতে হবে।

অপর দিকে এ ঘটনাকে কেন্দ্র করে একটি কু-চক্রী মহল বিভিন্ন ভাবে কোম্পানীর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ফলে কোম্পানির সুনাম নষ্ট হচ্ছে। এই কুচক্রীর মহলের বিরুদ্ধে চা-চাষীসহ সর্বস্থরের মানুষকে সচেতন থাকার আহবান জানান।

তিনি আরও বলেন এ বছরের শুরু থেকে ভারত হতে অবৈধ ভাবে বাংলাদেশের বিভিন্ন জেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে চা প্রবেশ করছে। পাচারকৃত নিম্ন মানের চা বাজারে অবাধে বিক্রী হওয়ায় দেশে উৎপাদিত চায়ের চাহিদা ও দাম কমে গেছে। যার কারনে নিলাম বাজারে দরপতন ঘটেছে। ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার চা নিলাম বাজারে বিক্রয় হচ্ছে না। একদিকে চা শিল্প ক্ষতিগ্রস্থ হচ্ছে অপর দিকে কারখানা মালিক ও চা-চাষীরা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছে।

 এ সময় উপস্থিত ছিলেন ইন্দোনেশিয়ার টি বিষয়ক কনসালটেণ্ট মোশারফ হোসেন, প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাবেক সভাপতি আবুতোরাব মানিক ও অন্যরা। বক্তারা বলেন ঠাকুরগাঁওয়ের চা শিল্পকে টিকে রাখতে হলে চা-চাষী এবং কোম্পানীর  সমন্বয়ে কাজ করার আহবান জানান।


Search News




©2020 Daily matrichaya. All rights reserved.
Design BY PopularHostBD