শুক্রবার, ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার কান্তানগর ইউনিয়নের মধ্য ভাঙ্গামোড় গ্রামে মৃত: আমজাদ আলীর ছেলে আঞ্জুর মিয়ার সাথে একই এলাকার জাহিদুল ইসলামের পাওয়ারটিলারের ভাডা আদায় করাকে কেন্দ্র করে বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। এঘটনায় বাধা দিতে গিয়ে তিন জন আহত হয়। অভিযোগ সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম নিজ জমি চাষ করতে আঞ্জুর মিয়া পাওয়ারটিলার ভাড়া নেয় জাহিদুল মিয়া। পরে জমি চাষ শেষে বকেয়া ও বর্তমান ভাড়া চাইলে বাকবতর্ক সৃষ্টি হয়। এক পর্যায়ে আঞ্জুর মিয়ার উপর হামলা করে পরে তার খালু ইয়াসিন মিয়া বাড়ী ভাংচুর করে । এসময় বাধা দিতে গিয়ে আমিনুল , আঞ্জুর ও ইয়াছিন আহত হয়ে । পরে তাদের উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়্। এঘটনায় আহত আঞ্জুর মিয়ার ছোট ভাই শাহিন মিয়া সাদুল্যাপুর থানায় লিখিত অভিযোগ করে । এ ঘটনায় থানা পুলিশ অভিযান চালিয়ে নাসির নামে একজনকে আটক করে।