রবিবার, ০১ অক্টোবর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন
সাভার প্রতিনিধি : সাভার বাজার বাসন্ট্যান্ডে সাভার নিউমার্কেটের নিচতলায় ফাস্টফুড দোকান গুলোতে চলছে পর্দার অন্তরালে অসামাজিক কর্মকান্ড, “দেখার কেউ নেই সবাই কি অন্ধ” ফ্যামিলি সহ খাবারের দোকান গুলোতে যাওয়াই মুশকিল হয়ে দাড়িয়েছে। পার্কগুলোতে পুলিশের অভিযানের পর কোথাও ঠাই না পেয়ে পার্কের কর্মকান্ডগুলো খাবারের দোকানে চলে, ভেতরের বসার চেয়ারগুলোর উচ্চতা প্রায় তিন ফুট, একপাশ থেকে অন্য পাশের আর একজনকে দেখা যায় না। দরজায় থাকে হরেক- রঙ্গের পর্রদা, খাবারের মানও তেমন ভাল না। আমরা যারা এই খাবারের দোকান গুলোতে কষ্টের টাকা দিয়ে খাবার খাচ্ছি তারা কি অপরাধ করছি?