রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ১০:২১ অপরাহ্ন
নাসরি উদ্দনি শাহ্ মলিন, নীলফামারী : নীলফামারী জেলা আইনজীবী সমিতির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে জেলা জজ আদালতর জিপি আলিমুদ্দিন বসুনিয়া ৯৫ এবং সাধারণ সম্পাদক পদে পিপি অক্ষয় কুমার রায় ৯৮ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দি বিএনপি সমর্থিত ওবায়দুর রহমান পেয়েছেন ৫৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে জামায়াত সমর্থিত আল ফারুক পেয়েছেন ৬০ ভোট।
ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ওই ফলাফল ঘোষণা করেন রির্টানিং কর্মকর্তা অসিত কুমার ধর।
নির্বাচনে ১৪টি পদের মধ্যে ১৩টিতে আওয়ামী লীগ সমর্থিতদের জয় হয়। বিএনপি সমর্থিত প্যানেলে থেকে বিজয়ী হয় একটি পদে।
ঘোষিত ফলাফল অনুযায়ী আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের নির্বাচিতরা হলেন, সহসভাপতি পদে আজাহারুল ইসলাম, সহসম্পাদক লায়লা আরজুমান আরা ইতি, লাইব্রেরীয়ান সম্পাদক মো. কামরুজ্জামান, ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক সেলিম শাহ, সদস্য পদে আলপনা রায়, সেলিনা হোসেন, বরকত হোসেন, এটিএম জোহা, সন্তোষ কুমার রায়, দিবাকর রায় ও হুজুর আলী।
অপরদিকে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন বিএনপি সমর্থিত প্যানেলের এটিএম ফেরদৌস আলম। নির্বাচনে মোট ১৭২ ভোটারের মধ্যে ভোট প্রদান করেন ১৬২ জন।