সোমবার, ২৯ মে ২০২৩, ১০:০৮ অপরাহ্ন
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জের প্রথম অনলাইন টিভি চ্যানেল জিবি টেলিভিশন ও নিউজ পোর্টাল জিবি বার্তা ডটকম’র অফিস পরিদর্শন করেছেন সাবেক শিক্ষামন্ত্রী, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ।
গত সোমবার সন্ধ্যায় চ্যানেলের মার্ভেলাস টাওয়ারস্থ অফিস পরিদর্শন করেন তিনি। এসময় তিনি বলেন, বর্তমান তথ্য প্রযুক্তির যুগে অনলাইনের গুরুত্ব অপরিসীম। দেশের মানুষ মুহুর্তেই সকল খবর জানতে পারে। বর্তমান সরকারের জনপ্রিয়তার অন্যতম দাবীদার অনলাইন মিডিয়া। তিনি জিবি টেলিভিশনের কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ উদ্দিন, জিবি টেলিভিশনের উপদেষ্টা ও গোলাপগঞ্জ প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান মিজান, জিবি টেলিভিশনের পরিচালক খন্দকার মো. বদরুল আলম, বার্তা বিভাগীয় পরিচালক নোমান মাহফুজ, সহকারী পরিচালক আব্দুল মুমিত রনি, রুবেল আহমদ, সহকারী ক্যামেরাপার্সন তামিম আহমদ, আইটিপার্সন এস এইচ সয়ন, বি এইচ জুমান প্রমুখ।