শুক্রবার, ০২ Jun ২০২৩, ০২:১৫ পূর্বাহ্ন
গাইবান্ধা প্রতিনিধি : বাদিয়াখালী ত্রাণ ও পূর্ণবাসন সংস্থা(বিটিপিএস)এর “মা ও শিশু স্বাস্থ্য প্রকল্পের” শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বাদিয়াখালী স্কুল এন্ড কলেজ মাঠে গতকাল দুপুর ২.০০ টায়, বিটিপিএস এর সভাপতি শ্রী সুনীল কুমার মোদকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান শুরু করা হয়,
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন- রেজাউল করিম রেজা সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগ সদর উপজেলা শাখা গাইবান্ধা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ খাঁন মোঃ শাহরিয়ার ও সরদার মোঃ শাহীদ হাসান লোটন সভাপতি বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাইবান্ধা জেলা শাখা, বক্তব্য রাখেন বিটিপিএস এর নির্বাহী পরিচালক মোঃ ওমর ফারুক, উপস্থিত ছিলেন- আবুল বাশার প্রকল্প পরিচালক, মাসুদ পারভেজ – মানব সম্পদ পরিচালক, লোকাল এ্যাডভাইজার- তাজ এমরান, প্রোগ্রাম পরিচালক- লুৎফর রহমান, এ্যাডমিন ফিন্যান্স- অকিল চন্দ্র বর্মন, সমন্বয়কারী- মনিরুজ্জামান সবুজ, সহকারী মানব সম্পদ অফিসার- তানিন আফরিন, অফিস সহকারী- সিমকী সহ মাঠকর্মীরা, বক্তারা – মা ও শিশু স্বাস্থ্য প্রকল্প সুন্দর সঠিক ভাবে সমাপ্ত করার জন্য সকলের প্রতি আহবান করেন।